প্রকাশিত: 28/03/2020
দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা ভাইরাস মোকাবিলায় ব্যবসাপ্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরাসহ হাট-বাজার বন্ধ ঘোষণা থাকলেও নির্দেশনা না এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার দিনভর উপজেলার বিভিন্ন হাট-বাজের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। পরে রাত সাড়ে ৮টায় পৌরএলাকার রেল ঘুমটিস্থ মিলন হোটেল ও রেস্টুরেন্ট নির্দেশনা না মেনে হোটেল পরিচালনা করায় হোটেলের স্বত্ত¡াধিকারী মো. মিলন’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফ, প্রকৌশলী মো. শাহিদুজ্জামানসহ থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দিনভর উপজেলার বিভিন্নস্থানে জনসমাগম প্রতিরোধসহ সরকারি নির্দেশনা অমাণ্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। নির্দেশনা না মানায় ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় মিলন হোটেল ও রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।