কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের ব্যাতিক্রমী উদ্যেগ !

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের ব্যাতিক্রমী উদ্যেগ !

দুরত্ব রক্ষার্থে জনগণের দৌঁড়গোড়ায় পৌছে দিচ্ছেন ত্রান সহায়তা! করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল হত দরিদ্র জনগণের বাড়ী  বাড়ী গিয়ে পৌঁছে দিচ্ছেন সরকারি সহায়তা হিসাবে পাওয়া নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল ও লবন। শনিবার(২৮ মার্চ) তিনি এবং ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীকে সাথে নিয়ে চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এই ত্রান সামগ্রী দরিদ্র পরিবারের হাতে তুলে দেন। এসময় তিনি জনগণকে সরকারি নির্দেশ মোতাবেক জনসাধারণকে ঘর থেকে বের না হবার পরামর্শ দেন।

এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ  এই প্রতিবেদককে জানান, গণপরিবহন বন্ধ থাকায় জনগণ ইউনিয়ন পরিষদে এসে ত্রান সামগ্রী নিতে পারছে না,  একসাথে অনেক লোক সমাগম হওয়া  এই মূহুর্তে বিপদজনক বিধায় তিনি এই কার্যক্রম হাতে নিয়েছেন। তিনি আরোও জানান পর্যায়ক্রমে প্রতি ইউনিয়নে এই কার্যক্রম চালানো হবে।

১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী উপজেলা নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এই প্রতিবেদককে জানান, এই সংকটমূহুর্তে দরিদ্র শ্রেণীর জনগণের বাড়ীতে ত্রান সামগ্রী তুলে দেওয়া একটি মহত্ত্বের কাজ।

আরও পড়ুন

×