প্রকাশিত: 29/03/2020
করোনাভাইরাস মোবাবিলায় নেই কোন সুরক্ষা পোষাক। জীবনের ঝুঁকি নিয়েই পেশাগত দায়িত্ব পালন করছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সংবাদকর্মীরা।
সরকারি নির্দেশনা রয়েছে ঘরে থাকার। কিন্তু সংবাদকর্মীরা ঘরে বসে থাকলে দেশবাসী ফুলবাড়ীর সার্বিক চিত্র জানবেন কিভাবে? আর যাই হোক ফুলবাড়ীর সার্বিক খবরাখবর দেশবাসীকে জানাতে জীবানের ঝুঁকি নিয়েই মাঠেই রয়েছেন সংবাদকর্মীরা। কিন্তু তাদের নিরাপত্তার কথা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ কারো মাথায় নেই। যে যেভাবে পারছেন সেভাবেই ছুঁটছেন মাঠে-ঘাটে, শহর-গ্রামে সংবাদ সংগ্রহ করতে।
ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স ও প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি চন্দ্রনাথ গুপ্ত বলেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা উপযুক্ত সুরক্ষা ছাড়াই স্থানীয় সংবাদ বিশেষ করে করোনাভাইরাস সংক্রান্ত সংবাদ সংগ্রহ এবং স্ব-স্ব গণমাধ্যমে সংবাদগুলো প্রেরণ করছেন। তবে যে যেভাবে পারছেন নিজেদেরকে সুরক্ষায় থাকার চেষ্টা করছেন। এখন পর্যন্ত গণমাধ্যকর্মীদের সুরক্ষার জন্য সরকারি কিংবা বেসরকারীভাবে কেউই এগিয়ে আসেনি। এগিয়ে আসেননি স্ব-স্ব গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্তৃপক্ষও। তবে দ্রæত সংবাদকর্মীদের জন্য পিপিই সরবরাহ করা প্রয়োজন।
ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু বলেন, সাংবাদিকরা প্রতি দুর্যোগের সময় দেশের স্বার্থে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদপ্রচার করেন। করোনা ছোঁয়াচে ভাইরাস সেটিকেও উপেক্ষা করে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহে যাচ্ছেন এবং সংবাদ প্রচার করছেন। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে মিডিয়া হাউসগুলোর উচিত নিজ নিজ প্রতিনিধিদের সুরক্ষা নিশ্চিত করতে পিপিই সরবরাহ করা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, গণমাধ্যমকর্মীদের জন্য সরকারিভাবে কোন প্রকার পিপিই সরবরাহ আসেনি। তবে স্থানীয়ভাবে এর ব্যবস্থা করার কথা চিন্তা করা হচ্ছে। #