রাঙ্গুনিয়ায় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ কতৃক ত্রান বিতরন

রাঙ্গুনিয়ায় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ কতৃক ত্রান বিতরন

Covid 19 স্তব্দ করে দিয়েছে পুরো পৃথিবী !পুরো বিশ্ব আজ এক প্রকার লক ডাউনের মধ্য দিয়ে আছে !

ঠিক সেই অনুযায়ী বাংলাদেশ ও ২৬ মার্চ থেকে ১০ দিনের জন্য লকডাউন করা হয়েছে !

এই লক ডাউন চলাকালীন সময়ে দিশেহারা হয়ে পড়েছে বাংলার শ্রমজীবি মানুষেরা !

সরকারি বেসরকারি ভাবে অনেকে এগিয়ে এসেছেন আজ শ্রমজীবি মানুষের পাশে !নিত্য প্রয়োজনীয় চাল ডাল আলু তৈল সবকিছু পেয়ে অসহায় মানুষগুলো আনন্দে কেঁদে ফেলে !

এই দৃৃশ্য গুলো খুবই করুন !

ঠিক তেমনি ভাবে শ্রমজীবি মানুষদের ত্রান সহায়তায় এগিয়ে এসেছেন মানবতার সংগঠন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখা !

গত ২৮ মার্চ শান্তিনিকেতনস্থ রামকৃৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে নিত্যপ্রয়োজনীয় ত্রান সামগ্রী বিতরন করেন উক্ত সংগঠনের কর্মকর্তারা !

মানুষ মানুষের জন্য ,জীবন জীবনের জন্য !

আজকের এই পরিস্থিতিতে এই অবদান টুকু পেয়ে অনেকে বলেছেন এই প্রতিবেদককে ,যে অনাহারে থাকার মতো অবস্থা হয়েছিলো আমাদের !লজ্জায় কাউকে বলতে পারছিনা !ঠিক সেই মুহুর্তে মানবপ্রেমেয় অতুল দিশারী শ্রীমৎ স্বামী বিবেকানন্দের আদর্শে গঠিত এই সংগঠন আমাদের পাশে দাড়িয়েছেন !

জীবে প্রেম করে যে জন সেজন সেবিছে ঈশ্বর !

সেই মহান বাণীকে আলোকিত করে সংগঠনের কর্মকর্তাবৃন্দ বলেন ,আমাদের এই সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল !আমরা চেষ্টা করেছি মানুষ যাতে দু তিন দিন একটু খেয়ে রক্ষা পায় !অনুরোধ জানাবো প্রত্যেকটি সংগঠনসহ সমাজের উচ্চবিত্ত মানুষদের ,সকলের আকুল সহযোগীতায় যেন অসহায় মানুষগুলো বেঁচে থাকার শক্তি পায় !

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃৃতি পরিষদের এই রকম সেবামুলক কর্মকান্ডে প্রশংসা এবং  কৃতজ্ঞতা জানিয়েছেন ৩নং  স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের ৬নং   ওয়ার্ডের ইউপি সদস্য অভিজিত দে অভি সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ !

আরও পড়ুন

×