প্রকাশিত: 31/03/2020
বৈশ্বিক দুর্যোগ করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রামণের কারণে গরীব ও দুস্থ্যদের মাঝে বৃদ্ধি পেয়েছে ত্রাণ চাহিদা। সে চাহিদা মেটানোর লক্ষ্যে নিজেদের বেতনের টাকায় ৩০০ গরীব ও দুস্থ্য পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের বিসিএস শিক্ষা কর্মকর্তারা।
গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ চত্বরে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজমুল হকের নেতৃত্বে গরীব ও দুস্থ্যদের মাঝে ত্রাণ বিরতণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মো. হুমায়ুন রেজা কবির, দর্শন বিভাগের প্রভাষক মো. এরশাদ হোসেন, দর্শন বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম, প্রদর্শক মো. বুলবুল হোসেন, সহকারী গ্রন্থাগারিক জাহাঙ্গীর সরকার।
অধ্যক্ষ প্রফেসর মো. নজমুল হক বলেন, বিশ্বব্যাপী এ দূর্যোগের কারণে অনেক গরীব ও দুস্থ্যদের রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। তাই কলেজের শিক্ষা কর্মকর্তারা নিজেদের বেতনের কিছু অংশ দিয়ে ৩০০ গরীর ও দুস্থ্য পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। প্রত্যেক পরিবারের মাঝে ২.৫ কেজি চাল, ২.৫ কেজি আলু, ২৫০গ্রাম মসুর ডাল, ২৫০গ্রাম মটর ডাল ও একটি করে হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়েছে। এর পূর্বেও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।