প্রকাশিত: 31/03/2020
এমপি, আফতাব উদ্দিন সরকার এর উদ্দোগে ডিমলায় জীবাণুনাশক পানি দিয়ে সড়ক পরিস্কার পরিচ্ছন্নতা চলছে
নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবতাফ উদ্দিন সরকার এর উদ্দোগে ডিমলার প্রধান সড়ক সহ বাবুরহাট বাজারের বিভিন্ন সড়ক জীবাণুনাশক পানি দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম অব্যাহতভাবে চলছে।
রবিবার (২৯-র্মাচ) থেকে সূর্যদয়ের সাথে-সাথে উপজেলা ফায়ার সার্বিস অফিস থেকে পুরো শহর ওই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এর আগে উপজেলা প্রশাসনের উদ্দোগে দু’দিন ব্যাপী ৫’শ লিটার পানির ট্যাংকে জীবাণুনাশক মিশ্রিত পানি দিয়ে উপজেলা পরিষদ চত্ত্বর সহ শহরের প্রধান-প্রধান সড়ক গুলো পরিস্কার পরিচ্ছন্নতা করা হয়েছিলো।
ডিমলা ফায়ার সার্বিস সিভিল ডিফেন্স এর উপজেলা লিডার আবু বক্কর সিদ্দিক বলেন, (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এর দিকনির্দেশনায় এ পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করা হয়েছে।
ফায়ার লিডাল আরো বলেন, ভ্যাকুট্যাগ গাড়িতে পানির সঙ্গে ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক মেডিসিন মিশিয়ে শহরের সড়ক গুলির পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছে।
এছাড়াও উপজেলার সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে করোনা পতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে করোনা প্রতিরোধের করনীয় সম্পর্কে শহর জুরে মাইকিং করা হয়।