দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনাভাইরাস : জাতিসংঘ

প্রকাশিত: 01/04/2020

নিজস্ব প্রতিবেদন :

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনাভাইরাস : জাতিসংঘ

গতকাল মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসে বলেন, বর্তমান করোনাভাইরাস মহামারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।এই ভাইরাস সমাজের কেন্দ্রবিন্দুতে আঘাত হানছে, জীবন নিচ্ছে এবং মানুষের জীবিকায় ব্যাঘাত ঘটাচ্ছে। 

তিনি বলেন, এই মহামারি করোনাভাইরাস কঠিন অর্থনৈতিক মন্দা এনে দিতে পারে, যার সমকক্ষ সম্ভবত বিগত অতীতে দেখা যায়নি।

জাতিসংঘ গঠনের পর থেকে এ পর্যন্ত সময়ের মধ্যে আমরা যেসব সমস্যার সম্মুখীন হয়েছি, তার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা কোভিড-১৯।

এই অবস্থায় সংক্রমণ কমাতে ও এই মহামারির শেষ দেখতে জরুরি ভিত্তিতে ও সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে সাড়া দিতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধান।

একই সঙ্গে, এই সংকটময় মুহূর্তে স্বল্প উন্নত দেশগুলোর সহায়তায় শিল্পোন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়।এখন পর্যন্ত পৃথিবীর ১৯৯ টি দেশে ছড়িয়ে পড়েছে।এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে ৪২ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা।আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৬০ হাজারের বেশি।এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যায়নি।

আরও পড়ুন

×