প্রকাশিত: 01/04/2020
করোনাভাইরাসের প্রভাবে দিনাজপুরের ফুলবাড়ীতে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ২০ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করেছে বেসরকারি সংস্থা আরডিআর বাংলাদেশ ফুলবাড়ী শাখা।
গতকাল বুধবার সংস্থার শাখা ব্যবস্থাপক মো. করিমুল হকের নেতৃত্বে ২০ পরিবারের প্রত্যেক বাড়ীতে গিয়ে নগদ অর্থ ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংস্থার এলাকা ব্যবস্থাপক মো. জবাইদুর রহমান, সহকারী ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, অফিস সহকারী মোছা. তসলিমা প্রমুখ।
সংস্থার শাখা ব্যবস্থাপক মো. করিমুল হক বলেন, করোনা ভাইরাসের প্রভাবে শ্রমজীবীদের অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। এ কারণে সংস্থার পক্ষ থেকে ২০ পরিবারের প্রত্যেককে ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ওই পরিবারগুলো আগামী চার সপ্তাহ ধরে সংস্থার পক্ষ থেকে একই সহায়তা পাবেন।