প্রকাশিত: 01/04/2020
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার সাবেক পৌর কাউন্সিল ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামের ব্যক্তি উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় মধ্যগৌরীপাড়া মহল্লায় সবুজ সংঘের সহযোগিতায় এলাকার হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম ডাবলু, পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক তারিকুজ্জামান শুভ প্রমুখ।