ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সরকারি ত্রাণ

ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সরকারি ত্রাণ

বৈশ্বিক করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, পথবাসী, বেদে সম্প্রদায়, রিকশা-ভ্যানচালকসহ ১ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে চাল, আলু ও ডালসহ শুকনা খাবার ঘরে ঘরে পৌঁছে দিলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন।

গত মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টা থেকে পৌর এলাকার ওইসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। একইদিন সকালে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে সাত ইউনিয়নের শ্রমজীবী পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলাম বলেন, সরকারিভাবে ১৮টন চালসহ নগদ ৭৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।

একই সাথে এলাকার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান মহোদয় ২ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। বরাদ্দের সবগুলো দিয়ে ১ হাজার ৮০০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এরমধ্যে গত মঙ্গলবার ১ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে এবং অবশিষ্ট ৮০০ পরিবারকে দেওয়ার প্রক্রিয়া চলছে। এতে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডালসহ শুকনা খাবার দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, কর্মহীন শ্রমজীবী পরিবারগুলোর বাড়ী বাড়ী গিয়ে সরকারি বরাদ্দের ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ও স্থানীয় সাংসদের পরামর্শক্রমে কর্মহীন শ্রমজীবী পরিবারগুলোকে ত্রাণ সমাগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

না খেয়ে কাউকে থাকতে দেওয়া হবে না। তবে এই দুর্যোগে সরকারের পাশাপাশি দেশের বৃত্তবার দানশীল ব্যক্তিদের কর্মহীন শ্রমজীবী মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহবান জানান এই জনপ্রতিনিধি।

আরও পড়ুন

×