প্রকাশিত: 01/04/2020
নোভেল করোনা ভাইরাস মহামারি রুপ ধারন করেছে ৷সারা বিশ্ব আজ থমথমে ,এক কথায় বলতে গেলে লকডাউন সারা বিশ্ব৷ বাংলাদেশেও এই করোনা ভাইরাসে আক্রান্ত আজ৷ চলছে লকডাউন ৷
লকডাউন চলাকালীন সময়ে দিনে আনে দিনে খায় তেমন মানুষগুলো আজ খুবই অসহায় ৷
এই অসহায় মুহুর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে ত্রান সহযোগীতা করে যাচ্ছেন, সরকারি বেসরকারি এবং সামাজিক সংগঠনগুলো৷সবাই যার যার অবস্থান থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন সমাজের অসহায় মানুষগুলোর প্রতি ৷
তারই ধারাবাহিকতায় রাঙ্গুনিয়া উপজেলার মানবতার সংগঠন রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের উদ্যেগে ১ এপ্রিল রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন এবং সাবেক রাঙ্গুনিয়া গ্রামে ৫০ টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বাড়িতে বাড়িতে গিয়ে বিতরন করেন৷
করোনা ভাইরাস নিয়ে সচেতনতা মুলক ধারনা প্রদান করেন ৷
এই সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা বিশিষ্ট গীতা ও চন্ডী পাঠক শ্রী টিটু কুমার দত্ত ,সংগঠনের উপদেষ্টা ডাঃ শ্রী গৌরপদ দেবনাথ ,সংগঠনের উপদেষ্টা এবং বাউল শিল্পী শ্রীকান্ত চৌধুরী ,অসীম দে ,ঝুলন দে ,অমিত দেবনাথ ,নিরুপম দেবনাথ ,উজ্জল দে প্রমুখ ৷
রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা শ্রী টিটু কুমার দত্ত বলেন ,আমরা প্রথমবারের মতো ৫০ পরিবারের মাঝে ত্রান সহায়তা করেছি৷ আগামীতে আরো ৫০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী পৌঁছে দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছি ৷
সমাজের বিত্তবান সহ সকল সামাজিক সংগঠন গুলো অসহায় মানুষগুলোর পাশে দাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন শ্রী টিটু কুমার দত্ত ৷