স্পেনে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল

প্রকাশিত: 02/04/2020

নিজস্ব প্রতিবেদন :

স্পেনে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল

প্রাণঘাতী করোনা ভাইরাসের ইতালির পর করোনার থাবায় লন্ডভন্ড ইউরোপের আরেক দেশ স্পেন। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে।

গত ২৪ ঘণ্টায় সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৬৪ জনের প্রাণহানি ঘটেছে। একদিনে এই রেকর্ডসংখ্যক করোনা রোগীর মৃত্যুর মধ্য দিয়ে স্পেনে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

করোনায় প্রাণহানি ও অসুস্থদের হিসাব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, স্পেনে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১০ হাজার ২৩৮ জন। এর মধ্যে মারা গেছেন ১০ হাজার ৩ জন। সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৭৪৩ জন।

ভাইরাসটি প্রতিরোধে ইতিমধ্যে দেশটি লকডাউন করা হয়েছে। লকডাউন ভেঙে রাস্তায় বের হলে ধরপাকড়ের শিকার হচ্ছেন নাগরিকরা। জরিমানাও গোনতে হচ্ছে অনেককে।

আরও পড়ুন

×