রাঙ্গুনিয়ায় জাগো হিন্দু পরিষদের উদ্যেগে ১০০ পরিবারের মাঝে ত্রান সহায়তা ৷

রাঙ্গুনিয়ায় জাগো হিন্দু পরিষদের উদ্যেগে ১০০ পরিবারের মাঝে ত্রান সহায়তা ৷

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক শ্রদ্ধেয় ভূপেন হাজারিকাজীর একটি সাড়া জাগানো গান ,মানুষ  মানুষের জন্য জীবন জীবনের জন্য ৷আজ এই মহামারি আকার ধারন করা নোভেল করোনা ভাইরাসের কারনে মানুষ যখন গৃৃহবন্দী হয়ে আছে ঠিক সেই মুহুর্তে অসহায় মানুষের দৌড়গোড়ায় খাদ্যদ্রব্য পৌঁছে দেয়ার জন্য আহবান জানালেন বাংলার দরদী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা৷ সেই ডাকে সারা দিয়েছেন বাংলার সরকারি বেসরকারি প্রতিষ্টান ,সামাজিক সংগঠন সহ সমাজ দরদী মানুষেরা ৷

সেই ধারাবাহিকতায় বাংলাদেশের অন্যতম সনাতনী সংগঠন জাগো হিন্দু পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যেগে ২ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রাথমিকভাবে ১০০ জন হতদরিদ্র মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরন করেন ৷ বিতরনের সময় সাধারন জনগনকে হাত ধুয়ে দেয়ার মধ্য দিয়ে সচেতন করে তোলেন ৷এই সময় রাঙ্গুনিয়ার বিভিন্ন জায়গায় ত্রান বিতরনে উপস্থিত ছিলেন ,

জাগো হিন্দু পষদের চট্রগ্রামের জেলার সাবেক সভাপতি বাবু উজ্জল মল্লিক,জাগো হিন্দু পরিষদ রাঙ্গুনীয়া শাখার সভাপতি বাবু বজ্রগোপাল দে পলাশ,সাংগঠনিক সম্পাদক বাবু শুভ রাধিকা,সহ-সাংগঠনিক সম্পাদক বাবু উজ্জল কান্তি দে, সহ-সভাপতি বাবু রাজীব সহ- সভাপতি বাবু সমরেশ দে (সামু) !সহ-সাধারণ সম্পাদক বাবু  রাহুল দত্ত,অর্থ-সম্পাদক বাবু টিংকু নাথ, সহ-অর্থ সম্পাদক শিমুল চৌধুরী,প্রচার সম্পাদক অরুপ সেন 

সিনিয়র সদস্য বাবু,সনেট দে ,রকি দে ,রাসেল দে ,সাজু,সাজু দে,সিপ্ত,সজল নাথ,শান্তুনু বিশ্বাস,অরুপ সাহা,ধনা দে,রাজন দে,সুবাষ শীল,রুবেল নাথ,শিমুল চৌধুরী 

জুনিয়র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন-দীপ দত্ত,পুলক দত্ত,সৈকত দে,জয় নাথ,জয় তালুকদার,নিশান দত্ত,শান্তুনু নাথ,নন্দন দে,রানা দে ৷শিলকে উপস্থিত ছিলেন কৃষ্ণ আচার্য্য ,জুয়েল দে ,শিমুল বিশ্বাস ,পলাশ মিত্র প্রমুখ ৷

অতিথি হয়ে উপস্থিত ছিলেন বাবু সুজন দত্ত,বাবু উত্তম বিশ্বাস ৷

আরও পড়ুন

×