প্রকাশিত: 02/04/2020
নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা সংক্রামন প্রতিরোধে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২-এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী উপস্থিত থেকে করোনা সংক্রামন প্রতিরোধে বলেন, জনগণদের মাঝে দ্রæত বার্তা পৌঁছে দিন এবং সবাইকে বলেন, নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সকলেই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ্য থাকুন, প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হবেন না। সামাজিক দুরত্ব বজায় নিশ্চিত করুন। এই বিশেষ আলোচনা শেষে করোনা ভাইরাসের প্রার্দুভাব এড়াতে নিম্ন আয়ের মানুষ ঘরে থাকার ফলে উত্তর জনপদের মানুষজন কর্মহীন হয়ে পড়েছে। এসব দিনমজুর রিক্সাচালকসহ বিভিন্ন পেশাজীবি মানুষজনের খাদ্যের অভাব পূরণে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী’র সিন্ধান্ত অনুযায়ী এসব নি¤œ আয়ের মানুষের বাড়ি-বাড়ি গিয়ে কর্মহীন দিনমজুর ও রিক্সাচালকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। সরেজমিনে দেখা গেছে উপজেলার তিস্তার অববাহিকায় চরাঞ্চল ও নিম্নঞ্চলসহ বিভিন্ন জায়গায় বসবাসকারী অতিদরিদ্র, হতদরিদ্র, কর্মহীন ও অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে খাদ্যসামগ্রী। সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন শেখ, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা ছাত্রীলীগের আহবায়ক আবু সায়েম সরকার প্রমুখ। এমপি আফতাব উদ্দিন সরকার জানান, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনে পর্যায়ক্রমে উপজেলার অতিদরিদ্রদের খুজে বের করে তাদের বাড়ি বাড়ি তাদের প্রয়োজন মতো খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।