প্রকাশিত: 03/04/2020
দিনাজপুরের ফুলবাড়ীতে করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে উপজেলা পরিষদ ও প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও পৌরসভার যৌথ প্রচারণায় ঘরমূখী হচ্ছে মানুষ। উপজেলা শহরে প্রশাসন-সেনাবাহিনী ও পুলিশের কঠোর তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। এতে মানুষ আরো সচেতন হয়ে ঘরমূখী হচ্ছে। উপজেলার সবকয়টি ইউনিয়নে করোনাভাইরাস প্রতিরোধে প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট কানিজ আফরোজের নেতৃত্বে উপজেলার বিভিন্ন হাট বাজার, পাড়া মহল্লায় অভিযান চালিয়ে মানুষকে ঘরে ফেরার আহবান জানান উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা। এ সময় যাদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক পড়িয়ে ঘরে ফিরিয়ে দেয়া হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ আফরোজ বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এ প্রচার অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।