রাঙ্গুনিয়ায় বাড়িতে বাড়িতে গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দিলেন সৌদী প্রবাসী রাজন শীল৷

রাঙ্গুনিয়ায় বাড়িতে বাড়িতে গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দিলেন সৌদী প্রবাসী রাজন শীল৷

covid 19  নোভেল করোনা ভাইরাস বর্তমান সময়ে সারা বিশ্ব ব্যাপী একটা আতংকের নাম ৷

পুরো বিশ্ব আজ অসহায় হয়ে পড়েছে এই করোনা ভাইরাসের কাছে ৷আজকের এই দিনে অসহায় দিনে আনে দিনে খায় এমন মানুষ গুলো ৷

সরকারি বেসরকারি সহ বিভিন্ন সামাজিক সংগঠন সহ দরদী মানুষেরা এগিয়ে এসেছে দরিদ্র মানুষগুলোকে বাঁচার স্বপ্ন দেখাতে ৷নিজেদের সাধ্যমত পৌঁছে দিচ্ছে ত্রান সামগ্রী ৷

তারই ধারাবাহিকতায় ৩ এপ্রিল শুক্রবার রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন গ্রামের স্বর্গীয় নেপাল শীলের সুযোগ্য তিন পুত্র সৌদি প্রবাসী সুমন শীল ,রাজন শীল এবং সাজু শীলের উদ্যেগে শান্তিনিকেতন গ্রামের ৭০ পরিবারে নিত্য প্রয়োজনীয় ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছে ৷

আরও পড়ুন

×