ডিমলায় অবৈধভাবে বালু বিক্রয়ের দায়ে ৩ জনকে জরিমানা

ডিমলায় অবৈধভাবে বালু বিক্রয়ের  দায়ে ৩ জনকে জরিমানা

নীলফামারীর ডিমলায় খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা গ্রামে মোবাইল কোর্টে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে বালু ট্রলি যোগে নিয়ে বিক্রয়ের অপরাধে ২’শ টাকা হারে তিন জনকে ৬’শ টাকা জরিমানা করেছেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ও মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়শ্রী রানী রায়।

জানা যায়, শনিবার (৪-এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে তিনি উক্ত গ্রামের আব্দুল ছাত্তারের পুত্র জাহিদুল ইসলাম (২২), আলী হেসেনের পুত্র সাদিকুল ইসলাম (২০) ও একই এলাকার রোস্তম আলীর পুত্র ছপিয়ার রহমান (২৮) কে এ জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় বলেন, উপজেলায় কোন ভাবেই বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয় না। কেহ করে থাকলে তা চুপিসারে অবৈধভাবেই উত্তোলন করছেন।

তবে বালু উত্তোলনের খবর পেলে এবং হাতে নাতে ধরতে পারলে কোন ছাড় দেওয়া হবে না। কঠোর হস্তে দমন করা হবে। তিনি আরো বলেন, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১৮’র ২৯০ ধারায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অপরাধ সংঘটিত হলে আইনী ব্যবস্থা কঠোরভাবে নেওয়া হবে।

আরও পড়ুন

×