কমলনগরে জ্বর-সর্দিতে আরেক শিশুর মৃত্যু : নিহতের পরিবার লকডাউন

প্রকাশিত: 04/04/2020

নাসির মাহমুদ

কমলনগরে জ্বর-সর্দিতে আরেক শিশুর মৃত্যু : নিহতের পরিবার লকডাউন

নাসির মাহমুদ ( লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি)  : লক্ষ্মীপুরের কমলনগরে সর্দি-জ্বর ও শ্বাসকষ্টে মো. ইমন (৪) নামের আরেক শিশুর শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শিশু ইমন উপজেলার চরমার্টিন ইউনিউয়নের ৯ নম্বর ওয়ার্ডে নুরুল ইসলামের ছেলে। খবর পেয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য বিভাগ  ওই ইউনিয়নের নিহতের বাড়ির ওই পরিবারকে লকডাউনে রেখেছেন।
চরমার্টিন ইউপি চেয়ারম্যান মো. ইউছুফ আলী (মিয়া ভাই) জানান, তার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে ইমন গত ৪/৫দিন যাবত সর্দি-জ্বরে ভুগছিলেন। শিশুটির পরিবার বাড়িতে তার চিকিৎসা দিচ্ছিলেন। সকালে তার স্বাসকষ্ট ও কাশি বেড়ে গেলে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওখানে অবস্থার অবনতিতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, জ্বর-সর্দিতে আক্রান্ত হয়ে ইমন নামের আরেক শিশু নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। খবর পেয়ে করোনা উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় সরকারের রোগতত্ব, রোগনিয়ত্রণ ও গবেষনা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)  পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসা পর্যন্ত নিহতের বাড়ির ওই পরিবারের সবাইকে লকডাউনে রাখা হয়েছে ।

আরও পড়ুন

×