প্রকাশিত: 05/04/2020
মাননীয় তথ্যমন্ত্রী ডঃ হাসান মাহমুদ ঘোষনা করেছেন করোনার প্রভাবে রাঙ্গুনিয়ার কেউ অভুক্ত থাকবেনা ৷তারই ধারাবাহিকতায়
শনিবার (৪ এপ্রিল) বিকালে পারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে এক সপ্তাহের খাদ্য সামগ্রী দেওয়া হয়। পারুয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৫১০টি প্রকৃত অসহায় পরিবারকে চিহ্নিত করে খাদ্য সামগ্রী দিয়েছে পারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ তালুকদার।
শনিবার উত্তর পারুয়া থেকে এই ত্রাণ কার্যক্রম শুরু করেন তিনি। কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি একতেহার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম, ইউপি সদস্য আবুল হাশেম, মো. ইব্রাহীম, লিয়াকত আলী, কাজী মো. মামুন, মো. কামাল, মো. হারুন, মো. বাচা, মো. ফাহিম উপস্থিত ছিলেন। সরকারি নির্দেশনা অনুযায়ী নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়। প্রতি প্যাকেটে পর্যাপ্ত চাল, ডাল, আলু, পিঁয়াজ, সাবান, লবণ সহ বিভিন্ন সামগ্রী ছিল। এসময় সাধারণ মানুষের মাঝে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় ৷