তথ্য পেয়েই ত্রাণ পৌঁছৈ দিচ্ছে ফুলবাড়ীয়ার কয়েক তরুণ

প্রকাশিত: 05/04/2020

তানজিদ শুভ্র

তথ্য পেয়েই ত্রাণ পৌঁছৈ দিচ্ছে ফুলবাড়ীয়ার কয়েক তরুণ

ফুলবাড়ীয়ার কয়েকজন তরুণ মিলে করোনাভাইরাস প্রাদুর্ভাবে ঘরে থাকা শ্রমজীবী মানুষের সাহায্যের জন্য ফাইন্যান্সিয়াল হেল্প ফর ডে লেভার নামে একটি তহবিল গঠন করে। ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে বন্ধু-বান্ধবসহ পরিচিতদের থেকে অর্থ সহায়তা গ্রহণ করে। তরুণদের ডাকে দেশের নানা প্রান্ত থেকে অনেকে সাড়া দেওয়ার পাশাপাশি প্রবাসী কয়েকজনও সহায়তা করে।

ত্রাণ সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, তেল ও সাবান প্রদান করা হয়। তরুণদের পক্ষ থেকে জানানো হয় ফোন দিয়ে তথ্য জানালেই ত্রাণ পৌঁছে দেয়া হবে এবং গ্রহীতার তথ্যের গোপনীয়তার নিশ্চয়তা দেওয়া হয়। ইতোমধ্যেই বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্য অনুসারে ৩০টির অধিক পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়েছে।

এ কাজে সম্পৃক্ত থাকার বিষয়ে অনুভূতি ব্যক্ত করে হাসিবুল হাসান শান্ত জানায়, কখনও ভাবি নি এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারব। তবে, মানুষের কাছে অল্প খাদ্য সামগ্রী হলেও পৌঁছাতে পেরে খুব ভালো লাগছে। শান্ত আরও বলে, আশাকরি সমাজের আরও অনেকেই এগিয়ে আসবে এমন সময়ে এবং সাহায্যের হাত বাড়াবে

তরুণদের এই ত্রাণ বিতরণ কার্যক্রমকে ইতিবাচকভাবেই দেখছেন অনেকেই।

আরও পড়ুন

×