প্রকাশিত: 05/04/2020
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমিত রোধে দিন-মজুরদের রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়া দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টনের ব্যক্তি উদ্যোগে ২৫০জন হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টায় জিএম পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে দিন-মজুর
২৫০জন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান ভুট্টু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. সবুজ, পৌর ছাত্রলীগের সভাপতি মুশফিকুর রহমান রিয়াদ, ফুলবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি এএসএম নাসিম মাহমুদ প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, করোনার প্রাদুর্ভাবে দিন-মজুরদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে।
তাদের কথা ভেবে ব্যক্তি উদ্যোগে হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি বিত্তবানসহ আর্থিক স্বচ্ছল ব্যক্তিদের উচিত এ দুঃসময়ে গরীব ও দুস্থদের পাশে দাঁড়ানো।