প্রকাশিত: 27/09/2019
ঝিনাইদহে বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
ঝিনাইদহে বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয় শুক্রবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির সদস্যসহ পরিবেশবিদরা উপস্থিত ছিলেন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে বক্তব্য রাখেন, ঝিনাইদহ সনাকের সভাপতি সায়েদুল আলম, সহ-সভাপতি এম সাইফুল মাবুদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সনাকের দলনেতা খালিদ হাসান, পদ্মা ইয়ুথ ফোরামের সহকারী সমন্বয়কারী মেহেদী হাসান, ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি তাবিতা ইসলাম, কসাসের সাংগঠনিক সম্পাদক অন্তর মাহমুদ, সনাকের সহদলনেতা শাহানা সুলতানা টুম্পাসহ অন্যান্যরা। বক্তারা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্বের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, নীতিনির্ধারকদের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।