করোনা পরিস্থিতিতেও থেমে নেই পল্লী বিদ্যুতের দালালদের দৌরাত্ম্য

প্রকাশিত: 06/04/2020

দিদারুল আলম জিসান

করোনা পরিস্থিতিতেও থেমে নেই  পল্লী বিদ্যুতের দালালদের দৌরাত্ম্য

করোনা পরিস্থিতিতেও থেমে নেই  পল্লী বিদ্যুতের দালালদের দৌরাত্ম্য --  রেহাই পাচ্ছে না সাধারণ  খেটে খাওয়া মানুষ।  দালালদের বিরুদ্ধে নিউজ পরিবেশন করা হলে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি---  শ্যামনগর পল্লী বিদ্যুৎ অফিস দালালদের হাতে জিম্মি --বিদ্যুৎ মিটারের জন্য হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা---- জড়িত বিদ্যুৎ অফিসের সদস্যরাও                                                

 করোনাভাইরাজে সারা বিশ্ব যখন আতঙ্কিত তখন  2009 সালের 27 মে  আইলা বিধ্বস্ত  সেই  সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার 11 নম্বর পদ্মপুকুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে পশ্চিম পাতাখালি গ্রামে পল্লী বিদ্যুতের সাইড লাইনের কাজ চলছে এমত অবস্থায় পল্লী বিদ্যুতের দালাল --  মোঃ ইমদাদুল ইসলাম  ( 30) পিতাঃ মোঃ আব্দুল গফুর গাজী -- ও মোঃ সাইদুল ইসলাম(26) পিতা মোঃ আলাল উদ্দিন এই দুই দালাল 46 জন মিটার গ্রাহকদের কাছ থেকে 1000 থেকে 1500   টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে -সাথে মিঠার বাবদ 2000 টাকা করে দাবি করছে -এ ব্যাপারে মিটারের গ্রাহকদের সাথে কথা বললে তারা বলেন যে তারা নিরুপায় হয়ে এই টাকা দিতে বাধ্য হচ্ছে-- অভিযুক্ত পল্লী বিদ্যুৎ সমিতির দালাল - মোঃ ইমদাদুল ইসলাম ও মোঃ সাইদুল ইসলামের সাথে কথা বললে তারা প্রতিবেদককে   হুমকি দিয়ে বলেন যে এ বিষয়ে নাক গলালে মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসিয়ে দেওয়া হবে -- অতএব  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  বিনামূল্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন !  উল্লেখিত দালাল এরা সাধারণ মানুষের কাছ থেকে পল্লী বিদ্যুতের সংযোগ এবং মিটার দিবে বলে লাখ লাখ টাকা  পয়সা হাতিয়ে নিয়ে সরকারের সুনাম ক্ষুন্ন করছে '' এবং খেটে খাওয়া গরীব অসহায় মানুষদের টাকা আত্মসাৎ  করছে ---এদিকে শ্যামনগর পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে মোবাইল রিসিভ না করার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উক্ত দালালদের কে  দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে  --শ্যামনগর পল্লী বিদ্যুত অফিস কে  দালাল মুক্ত করতে- ‌ 11 নম্বর পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান  এডভোকেট এস এম আতাউর রহমান সহ এলাকার হাজার হাজার ভুক্তভোগী জনসাধারণের জোর দাবি।। 

আরও পড়ুন

×