ভারতে আটকে পড়া ৪৫ বাংলাদেশী দেশে ফিরলো ।। বাধ্যতামুলক প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনে 

ভারতে আটকে পড়া ৪৫ বাংলাদেশী দেশে ফিরলো ।। বাধ্যতামুলক প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনে 

ভারতে আটকে পড়া ৪৫ বাংলাদেশী নাগরিক ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনুমতি পেয়ে আজ সোমবার সকালে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতে আটকা পড়া বাংলাদেশীদের দেশে ফেরার খবর পেয়ে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে ছুটে আসেন যশোরের জেলা প্রশাসক মোঃ শফিউল আরেফিন, ৪৯ বিজিবি’র কর্মান্ডিং অফিসার লে.কর্ণেল সেলিম রেজা, বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, জেলা পুলিশের  নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান সহ প্রসাশনের উর্দ্ধতন কর্মকর্তারা।ভারত থেকে আগত ৪৫ পার্সপোট যাত্রীকে বেনাপোলে বাধ্যতামূলক প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এর ফলে  বেনাপোল চেকপোস্ট দিয়ে  তিন দফায়  বৈধ পাসপোর্ট  নিয়ে ভারত বাংলাদেশে প্রবেশ করলো ১৬৮ জন বাংলাদেশি নাগরিক।  ভারত থেকে দেশে ফেরত আসা পাসপোর্ট যাত্রীদের কে বাধ্যতামূলক  হোম কোয়ারেন্টাইনে  রাখার নির্দেশনা রয়েছে।তবে জেলা প্রশাসক প্রতিটি যাত্রিকে ১৪ দিনের প্রাতিষ্টানিক কোয়ারেন্টইনে থাকার নির্দেশনা দিয়েছেন। এর আগে গত শুক্রবার বিকালে  ৮৫ জন  ও শনিবার সকালে ৩৮ জন বাংলাদেশী নাগরিক দেশে প্রবেশ করে।
প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইনের স্থান নির্বাচনের জন্য উর্দ্ধতন কর্মকর্তারা সকালে বেনাপোল পৌরসভায় মেয়র আশরাফুল আলম লিটনের সাথে বৈঠক করেন।এক পর্যায়ে বেনাপোল পৌর  কমিউনিটি সেন্টার  (পৌর বিয়ে বাড়ী) কে প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইন হিসাবে নির্বাচন করে দুপুরের সময় পার্সপোট যাত্রীদেরকে  পৌর বিয়ে বাড়ীতে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, ভারত ফেরত  যাত্রিগন ভারত লকডাউনের আগেই ট্যুরিস্ট  ও মেডিকেল  ভিসা নিয়ে ভারতে যায়। করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে ভারত বাংলাদেশি যাত্রীদের শর্ত সাপেক্ষে দেশে ফেরার অনুমতি দেয়।  কোলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে স্বাস্থ্যসনদ গ্রহনের পর বিশেষ অনুমতি সাপেক্ষে পশ্চিমবাংলা লকডাউনেরর পরও  ১৬৮ জন বাংলাদেশীকে  ভারতীয় ইমিগ্রেশন দেশে ঢোকার অনুমতি দেয়।
বেনাপোল চেকপোষ্টের ইমিগ্রেশন কর্মকর্তা  আহসান হাবিব জানান, আটকে পড়া বাংলাদেশীরা কোলকাতাসহ ভারতের বিভিন্ন এলাকায় আটকা পড়ে। গোটা ভারত জুড়ে লকডাউন থাকায় তারা দেশে ফিরতে পারছিলো না। কোলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশন আটকে পড়া যাত্রীদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিলে পশ্চিমবঙ্গ  সরকারের  বিশেষ সহযোগীতায় গত ৩ দিনে ১শ ৬৮ জন কে বিশেষ ব্যবস্থায় দেশে ফেরত পাঠানো হয়।
দেশে ফেরত আসা ৪৫ জন পার্সপোট যাত্রীকে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে বাধ্যতামুলক প্রাতিষ্টানিক কোয়ারেন্টইনে রাখা হয়েছে। প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রত্যেকের পুর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইলফোন নম্বর রাখা হয়েছে। স্ব-স্ব জেলায় সেগুলো পাঠিয়ে দেওয়া হবে।
এ দিকে, বেনাপোল চেকপোষ্টে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইউসুফ আলী জানান, ভারত প্রত্যাগত প্রতিটি যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা  যথাযথভাবে করা হচ্ছে। কোন যাত্রীর শরীরে  সন্দেহজনক কোন কিছু পাওয়া গেলে সঙ্গে সঙ্গে  ইমিগ্রেশন কে অবহিত করা হচ্ছে। 
 

আরও পড়ুন

×