প্রকাশিত: 07/04/2020
লক্ষ্মীপুরস্থ কমলনগরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ৬ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে একটি মাছ ধরার নৌকা।
শনিবার (৪এপ্রিল) রাতে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবারক হোসেন জেলেদের জরিমানা করেন অর্থদণ্ড প্রাপ্তরা জেলেরা হলেন ইউছুফ (৪০), জাহাঙ্গীর (৩৫), রুবেল (১৯), মোক্তার (২২), জাকের হোসেন (২৪) ও আনোয়ার হোসেন (২৫)।
তারা উপজেলা ফলকন, কালকিনি ও চর মার্টিন ইউনিয়নের বাসিন্দা। কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মাছ ধরার নৌকা। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেকের ৫হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।