ঝিনাইদহে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

ঝিনাইদহে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি  শুরু

করোনার কারণে দূর্ভোগে থাকা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ঝিনাইদহে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি চলছে। ১ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে শহরের পৌর এলাকার ১০ টি স্থানে চাল বিক্রি চলছে।

সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিটি কেন্দ্রে জাতীয় পরিচয় পত্র দেখিয়ে একজন ব্যক্তি সর্ব্বোচ্চ ৫ কেজি করে চাল কিনতে পারছেন। শহরের পৌর এলাকায় ১০ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ১০ টন চাল বিক্রি করা হচ্ছে।

পর্যায়ক্রমে জেলা সদরের বাইরের পৌর এলাকা গুলোতেও এ কর্মসূটী সম্প্রসারণ করা হবে বলে জানান জেলা খাদ্য সেখ আনোয়ারুল ইসলাম।

আরও পড়ুন

×