নিজ উদ্যোগ ২৫০ পরিবার কে খাদ্য সামগ্রী দিলেন বরমী ইউনিয়নের এস এম ফয়সাল আবেদীন।

প্রকাশিত: 07/04/2020

নিজেস্ব প্রতিবেদন

নিজ উদ্যোগ ২৫০ পরিবার কে খাদ্য সামগ্রী দিলেন বরমী ইউনিয়নের এস এম ফয়সাল আবেদীন।

মানুষ মানুষের জন্য এই ছোট্ট কথাটির প্রতিফলন ঘটেছে আবারও। আজ বরমী ইউনিয়নের এস এম ফয়সাল আবেদীন তিনি সম্পূর্ণ নিজ অর্থায়নে ২৫০ টি গরীব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রিক পৌঁছে দিয়েছেন।

করোনা ভাইরাসে যখন সারা দেশ লকডাউনে তখন সাধারণ মানুষের মধ্যে অভাব অনটন দেখে ঘরে বসে থাকতে পারলেন না জন দরদী, সাবেক সফল ছাত্রনেতা ও বর্তমান যুবলীগ নেতা এস এম ফয়সাল আবেদীন সাহেব। ছুটে গেলেন অভাবী মানুষের দ্বারে দ্বারে আর তুলে দিলেন খাদ্য সামগ্রী।

তাহার সাহায্য সহায়তা পেয়ে এলাকাবাসী অনেক খুশী, সবাই তাহার জন্য দোয়া ও সাফল্য কামনা করেন সৃষ্টিকর্তার কাছে। বর্তমানে তিনি বরমী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি প্রত্যাশী, ডে-নাইট নিউজের গাজীপুর জেলার প্রধান ও ডে-নাইট সেচ্ছাসেবী সংগঠন গাজীপুর প্রধান। আমরা ডে-নাইট পরিবারের পক্ষ থেকে ওনার এই মহৎ কাজের জন্য দোয়া ও সাফল্য কামনা করি।

আরও পড়ুন

×