প্রকাশিত: 08/04/2020
মহামারি করোনা ভাইরাস সারা বিশ্বকে আজ নিস্তব্ধ করে দিয়েছে৷ দিনে আনে দিনে খায় এমন মানুষ আজ দিশেহারা৷ করোনার ভয়াবহ পরিস্থিতিতে যখন কাজ কর্ম বন্ধ ,কোন আয়ের পথ খোলা নেই ঠিক তখনই বাংলার দরদী ,মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আহবান করেছেন এই অসহায় মানুষগুলোকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দিয়ে বাঁচার স্বপ্ন দেখাতে ৷
মাননীয় প্রধান মন্ত্রীর ডাকে সাড়া দিয়ে যার যার সামথ্য অনুযায়ী এগিয়ে এসেছে মানবতার ফেরিওয়ালা ব্যাক্তি ,প্রতিষ্টান এবং সংগঠন গুলো ৷ তারই ধারাবাহিকতায় রাঙ্গুনিয়ার মানবতার সংগঠন রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের উদ্যেগে ৮ এপ্রিল রোজ বুধবার রাঙ্গুনিয়ায় ৭০ পরিবারের মাঝে ২য় বারের মতো ত্রান সামগ্রী বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেন ৷
এই সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা ,বিশিষ্ট গীতা ও চন্ডী পাঠক শ্রী টিটু কুমার দত্ত মহোদয় ,সংগঠনের উপদেষ্টা ডাঃ শ্রী গৌরপদ দেবনাথ ,বিশিষ্ট সংগীত শিল্পী এবং শিক্ষক রাতুল বৈদ্য ,ঝুলন দাশ ,নিরুপম দেবনাথ ,অসীম দে ,বাউল শিল্পী শ্রীকান্ত চৌধুরী ,দিলীপ দে ,বাসু দে ,রাজন শীল প্রমুখ ৷
রাঙ্গুনিয়া সার্বজনীন গীতা সংঘের প্রতিষ্টাতা টিটু কুমার দত্ত বলেন ,আমরা প্রথম এবং দ্বিতীয় দফা মিলে চেষ্টা করেছি প্রায় ১২০ পরিবারের মাঝে ত্রান সহায়তা পৌঁছে দিতে ৷আমাদের পরিকল্পনা আছে প্রায় ৩০০ হত দরিদ্র পরিবারের মাঝে আমরা খাদ্য দ্রব্য পৌঁছে দিবো ৷
তাই আমাদের সংগঠনের সন্মানিত শুভানুধ্যায়ীদের অনুরোধ জানাবো আমাদের এই মহাযজ্ঞে অংশগ্রহন করে যেন মানবতার কাজ করে ৷ইতিমধ্যে ত্রান বিতরনে সহায়তা দিয়ে যারা অশেষ পূর্ণের ভাগী হয়েছেন সেসব প্রবাসী এবং মানবতাবাদি ভাইদের প্রতি আমি অশেষ কৃৃতজ্ঞতা প্রকাশ করছি ৷