প্রকাশিত: 08/04/2020
মহামারি করোনা ভাইরাসের বিপর্যয়ে আজ অসহায় খেটে খাওয়া মানুষ গুলো৷ যখন আশাহত মানুষ গুলো কিভাবে বাঁচবে সেটা নিয়ে দিশেহারা ঠিক তখনই মানবতার ফেরিওয়ালা মহান মানুষ গুলো এগিয়ে এসেছেন তাদেরকে বাঁচার স্বপ্ন দেখাতে ৷
ঠিক তেমনি আজ ৮ এপ্রিল রোজ বুধবার করোনা ভাইরাসের কারণে ত্রাণ বিতরণ করলেন গীতাপাড়ার নবনিযুক্ত সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু হারাধন দে মহোদয় এবংতাঁহার এক মাত্র সন্তান রাঙ্গুনিয়া গীতা শিক্ষা কমিটটি(রাগীশিক) ১০নং পদুয়া ইউনিয়ন শাখার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পদক শ্রীযুক্ত বাবু হিরু দে ৷প্রথম ধাপে এলাকার ৩০০ হত দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দেন ৷
আজ সকাল ৮:৩০ হতে ২টা পর্যন্ত বিতরন করেছেন ৷
আপাতত আজ ৬ নং ওর্য়াডের ৩০০ শত পরিবারকে ত্রাণ সহায়তা করেছেন এবং পরবর্তী ধাপে ১০নং পদুয়া ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডে বিতরণ করা হবে বলে জানান গীতা পাড়া পল্লী উন্নয়ন সংঘের নব নির্বাচিত সাধারন সম্পাদক বাবু হারাধন দে মহোদয় ৷