রাঙ্গুনিয়ায় ব্রহ্মোত্তর রক্তদান সংস্থার উদ্যোগে ২৫০ অসহায় পরিবার পেল ত্রাণ সহয়তা।
করোনার কারণে কর্মহীন হয়ে পড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ২৫০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও ২৫টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ব্রহ্মোত্তর রক্তদান সংস্থার উদ্যোগে মঙ্গলবার ( ৭ এপ্রিল) রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। প্রতি প্যাকেটে পর্যাপ্ত চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল সাবান, লবণ সহ বিভিন্ন সামগ্রী ছিল। এসময় সাধারণ মানুষের মাঝে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
সংশ্লিষ্টরা জানান, করোনা ভাইরাস এর ফলে বাংলাদেশে গত ২৬ শে মার্চ থেকে অঘোষিত লকডাউনের ফলে নিম্নআয়ের মানুষেরা অসহায় অবস্থায় পড়ে যায়। তাদের কষ্ট উপলব্ধি করে সংগঠনের উপদেষ্টা ও প্রবাসী সদস্যদের সহযোগিতায় প্রাথমিকভাবে ২৫০ অসহায় পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি । তাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে বলে জানান এবং সমাজের বৃত্তবানদের "ব্রহ্মোত্তর রক্তদান সংস্থা"র ত্রাণ তহবিলে সামর্থ্য অনুযায়ী অংশগ্রহনের আহ্বান জানান।