প্রকাশিত: 09/04/2020
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া ১নম্বর ওয়ার্ড মন্ডল পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এই ঘটনাটি ঘটে মঙ্গলবার(৭ এপ্রিল) রাত ১২টার দিকে।স্থানীয়রা জানান,রতন সেনের গোয়াল ঘরের বৈদ্যুতিক লাইন থেকে শর্ট সার্কিট হয়ে এই আগুনের সূত্রপাত ঘটেছে।প্রত্যক্ষদর্শী সবুজ সেন (২৭) জানান, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের কেউ ঘর থেকে কিছু বের করতে পারেনি।তীব্র আগুনের লেলিহান দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস আসার আগেই চার বসতঘর পুড়ে যায়,পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে এনে আশেপাশের বাড়িড়গুলো রক্ষা করেন।এতে নগদ টাকা সহ আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।এদিকে রতন সেন গোয়াল ঘর থেকে গরু , ছাগল বের করতে গেলে অগ্নিদগ্ধ হন।তিনি রাঙ্গুনিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
রতন সেনের স্ত্রী জানান,ঘরে থাকা দুই ভরি স্বর্ণলংকার ও ছাগল বিক্রির ১৪ হাজার টাকা অগ্নিকান্ডে ৪ পরিবারের নগদ ৩লাখ টাকাসহ সর্বমোট ১৫লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।তিনি আরো জানান,আলমারিতে থাকা জমির কাগজ,এনআইডি র্কাড সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার জানান, অগ্নিকান্ডের খবরে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রাপাত হয়েছে বলে তিনি জানান।