উত্তর সাবেক রাঙ্গুনিয়া শ্রী শ্রী রাসবিহারী ধামে ব্যাবসায়ী নটন বিশ্বাসের উদ্যেগে ১০০ পরিবারের মাঝে ত্রান বিতরন ৷

উত্তর সাবেক রাঙ্গুনিয়া শ্রী শ্রী রাসবিহারী ধামে ব্যাবসায়ী নটন বিশ্বাসের উদ্যেগে ১০০ পরিবারের মাঝে ত্রান বিতরন ৷

মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় আজ অসহায় পুরো বিশ্ব ৷জীবন যুদ্ধে চলার পথে অসহায় মানুষ গুলো আজ দিশেহারা ৷

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ দরদী শেখ হাসিনা সকলকে আহবানে এবং  মাননীয় তথ্যমন্ত্রী রাঙ্গুনিয়ার জনমানুষের নেতা ডঃ হাসান মাহমুদ ঘোষনা করেছেন রাঙ্গুনিয়ায় কেউ অভুক্ত থাকবেনা ৷সেই আহবানে সাড়া দিয়েছেন বাংলার মানবতার মানুষগুলো ,সরকারি বেসরকারি সহ সামাজিক প্রতিষ্টান গুলো ৷তারই ধারাবাহিকতায় ১০ এপ্রিল রোজ শুক্রবার রাঙ্গুনিয়াস্থ উত্তর সাবেক রাঙ্গুনিয়া শ্রী শ্রী রাসবিহারী ধামে সাবেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রদ্ধেয় বিনোদ বরন বিশ্বাসের সুযোগ্য সন্তান বিশিষ্ট ব্যাবসায়ী মানবতার দিশারী বাবু নটন বিশ্বাসের উদ্যেগে হত দরিদ্র ১০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন ৷

এই সময় উপস্থিত ছিলেন ৩নং  স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু নির্বানীতোষ সাহা ভাস্কর মহোদয় ,ইউ পি সদস্য বাবু রমেন্দ্র লাল দে ,সুমন দে ,বিল্টন বিশ্বাস ,পতিত পাবন দে ,সুব্রত চৌধুরী ,নেপাল সেন প্রমুখ ৷

আরও পড়ুন

×