ফুলবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা পোষাক (পিপিই) প্রদান

ফুলবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সুরক্ষা পোষাক (পিপিই) প্রদান

করোনাভাইরাসের প্রভাবমুক্ত রাখতে গতকাল শুক্রবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের পেশাগত সুরক্ষার জন্য পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে।

স্থানীয় টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ-সিতারা খান কিডনী সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন বাবু সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকর্মীদের হাতে পিপিই তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক প্রভাষক সাদেকুল ইসলাম সাদেক, পরিচালক প্রভাষক মোকাররম হোসেন বিদ্যুৎ, ব্যবস্থাপক মোকলেছার রহমানসহ চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা।

এছাড়াও গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক দেশ মা পত্রিকার যুগ্ম-সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, আনন্দ টিভি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি হারুন উর রশিদ, মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধি আল-হেলাল চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রভাব ও আতঙ্কে স্থানীয় বিভিন্ন চিকিৎসক তাদের চেম্বার বন্ধ রাখলেও প্রথম থেকেই একমাত্র বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান টিএম হেলথ কেয়ার এন্ড ইমদাদ-সিতারা খান কিডনী সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন বাবু’র সার্বিক তদারকী ও কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় সুরক্ষার (পিপিই) প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক নিয়মে অব্যাহত রেখেছে। একই সাথে করোনাভাইরাস মোকাবিলায় প্রতিষ্ঠানে চতুর্থ তলায় আইসোলেশন ওয়ার্ড ও স্ক্যানিং ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন

×