প্রকাশিত: 12/04/2020
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র দিকনির্দেশনায় ফুলবাড়ীতে গতকাল রবিবার জেলা পরিষদের উদ্যোগে কর্মহীন হয়ে পড়া ৪০০জন দিনমজুর শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো. কামরুজ্জামান শাহ কামরু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম ডাবলুসহ দলীয় নেতৃবৃন্দ প্রমুখ।
জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো. কামরুজ্জামান শাহ কামরু বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র দিক-নির্দেশনায় জেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার ৪০০জন দিনমজুর শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ইতোপূর্বে ৩৫০জনের মাঝে বিতরণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র নির্দেশনায় দলীয় নেতৃবৃন্দরা ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ বলেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মহোদয়ের অর্থায়নে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। তার এই সহায়তা অব্যাহত থাকবে।