প্রকাশিত: 12/04/2020
সরকারি নিদের্শনাকে উপেক্ষা করে সন্ধ্যার পর দোকান খোলা রাখার অপরাধে গত শনিবার রাত পৌঁণে ৯টায় দিনাজপুরের ফুলবাড়ীতে দুই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার আদর্শ কলেজ পাড়াস্থ আনোয়ার ডিপার্টমেন্ট স্টোর এবং সাইফুল মেটাল ওয়ার্কশপের স্বত্বাধিকারীকে জরিমানা করেছেন।
আনোয়ার ডিপার্টমেন্ট স্টোরের স্বত্বাধিকারী আনোয়ার ইসলামকে ৫ হাজার টাকা এবং সাইফুল মেটাল ওয়ার্কশপের স্বত্বাধিকারী সাইফুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামী আশরাফ, থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুজাতুল্লাহসহ সঙ্গীয় ফোর্স।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা রয়েছে দুপুর একটার পর ওষুধ দোকান ব্যতিত সকল দোকানপাট বন্ধ থাকবে এবং সন্ধ্যা ৬টার পর কেউ বাসা থেকে বিনাপ্রয়োজনে বের হবে না। সরকারি নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৯ ধারায় জরিমানা আদায় করা হয়েছে। #