প্রকাশিত: 12/04/2020
কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতি নিরীহ মানুষের ওপর জুলুম শুরু করেছে বিদ্যুৎ বিল নিয়ে। মানুষের ফেব্রুয়ারি মাসের বিল করেছিল ৪৫ ইউনিট আর করোনার মহামারীতে মার্চ মাসে তারা বিল করল ৯০ ইউনিট করে। আর তাতে গ্রামের মানুষ এই বিলের তিব্র বিরোধিতাকরে কক্সবাজার জেলার প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করেছে। গ্রামের মানুষ সবাই এর সু্স্থ সমাধন চায়।