প্রকাশিত: 12/04/2020
কক্সবাজার সদর হাসপাতালে লাশ পোস্টমর্টেম করার সময় বেআইনি ভাবে টাকা দাবি করে এমটি মহল । আজ সরজমিনেে গেলা দেখা যায় দুইজন ব্যক্তি লাশ আনার সময় টাকা দাবি করে এবং হাতে নাতে টাকা নিতে দেখা যায়। জিজ্ঞেস করলে তারা বলেন, টাকা নিয়ে উপরের লোকদের একটি বড় অংশ দিতে হয় তা নাহলে আমাদের সাথে খারাপ ব্যবহার করে। ভুক্তভোগীরা আমাদের বলেন টাকা না দিলে ওরা ঘন্টার পর ঘন্টা লাশ ফেলে রেখে আমাদের কে বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন করে।