রামু বাঁকখালীননদীতে গোসল করে নেমে নিখোঁজ ইমনের মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি টিম

প্রকাশিত: 12/04/2020

আবুল কাশেম সাগর..

রামু বাঁকখালীননদীতে গোসল করে নেমে নিখোঁজ ইমনের মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি টিম

রামু বাঁকখালীননদীতে গোসল করে নেমে নিখোঁজ ইমনের মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি টিম

সে কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের মিয়াজিপাড়া নিবাসী জসিম উদ্দিনের প্রথম সন্তান। নিহত ইমন ( ১৩)  বাংলাবাজার আইডিয়াল ইনস্টিটিউটের অষ্টম শ্রেণীর ছাত্র।

আজ দপুর সাড়ে ১২টায় বাকঁখালীর উপর নবনির্মিত চাকমারকুল- রাজারকুল সংযোগ সেতুঁর নীচে গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ হয়েছিল। অবশেষে বিকালে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল।

আরও পড়ুন

×