প্রকাশিত: 12/04/2020
রামু বাঁকখালীননদীতে গোসল করে নেমে নিখোঁজ ইমনের মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি টিম।
সে কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের মিয়াজিপাড়া নিবাসী জসিম উদ্দিনের প্রথম সন্তান। নিহত ইমন ( ১৩) বাংলাবাজার আইডিয়াল ইনস্টিটিউটের অষ্টম শ্রেণীর ছাত্র।
আজ দপুর সাড়ে ১২টায় বাকঁখালীর উপর নবনির্মিত চাকমারকুল- রাজারকুল সংযোগ সেতুঁর নীচে গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ হয়েছিল। অবশেষে বিকালে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল।