প্রকাশিত: 13/04/2020
দিনাজপুরের ফুলবাড়ী শাখা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরের ফুডবাস্কেটে ৬০০ কেজি চাল সহায়তা প্রদান করা হয়েছে।
দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্থাপিত ফুডবাস্কেটে চাল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীমআশরাফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুম্মান আক্তার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী শাখা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহবায়ক এসকে মোহাম্মদ আলী দুলাল, যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব মো. আব্দুল আলিম, সদস্য সৈয়দ আপেল মাহমুদ দিপু, সদস্য আশরাফুল আলম, সদস্য সাইফুল ইসলাম, সদস্য তমিজ উদ্দিন রকেট, সদস্য গোলাম রসুল, সদস্য মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
সংগঠনের আহবায়ক এসকে মোহাম্মদ আলী দুলাল ও সদস্য সচিব মো. আব্দুল আলিম বলেন, বিশ্বে করোনার প্রার্দুভাবে দেশের দুস্থ মানুষরা অনাহারে জীবনযাপন করছেন।
সেই অনাহারদের খাদ্যচাহিদা মেটাতে উপজেলা প্রশাসন কাজ করছেন। তাদেরকেই সহায়তার লক্ষ্যে উপজেলা শাখা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে ৬০০ কেজি চাল প্রদান করা হয়েছে।
এদিকে একই দিন দুপুর ১২ টায় উপজেলা শাখা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) সংস্থার আলো প্রকল্পের উদ্যোগে ৪০ প্যাকেট খাদ্যসামগ্রী ফুডবাস্কেটে প্রদান করা হয়েছে।
খাদ্যসামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা শাখা গ্রাম বিকাশ কেন্দ্র সংস্থার আলো প্রকল্পের ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান।
গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্পের ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় শ্রমজীবী মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা হিসেবে ৪০ প্যাকেট খাদ্যসামগ্রী উপজেলা প্রশাসনের ফুডবাস্কেটে প্রদান করা হয়েছে।