কমলনগর উপজেলা প্রকৌশলী হোম কোয়ারেন্টাইনে

প্রকাশিত: 13/04/2020

নাসির মাহমুদ

কমলনগর উপজেলা প্রকৌশলী হোম কোয়ারেন্টাইনে

লক্ষ্মীপুরের কমলনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. সোহেল আনোয়ারকে করোনা সন্দেহে উপজেলা প্রশাসনের নির্দেশে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত শনিবার (১১এপ্রিল) তিনি ঢাকার নারায়গঞ্জ থেকে নিজ কর্মস্থলে কমলনগরে আসলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।
জানা যায়, সরকারের নির্দেশ অমান্য করে চলতি মাসের ৭  তারিখ থেকে  ছুটি কাটাতে ঢাকার নারায়গঞ্জ নিজ বাড়িতে যান। এর ফাকে তিনি একদিন এসে আবার চলে যান। এর পর গত শনিবার উপজেলা নিজ কর্মস্থলে আসলে করোনা সন্দেহে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। বর্তমানে তিনি উপজেলার একটি কক্ষে হোম কোয়ারেন্টাইনে আছেন।
সরকারের নির্দেশ আমান্য করে ছুটি কাটানোর বিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. সোহেল আনোয়ার এ বিষয়ে কোন কথা বলতে রাজি হন নি এবং তিনি উপজেলা এসে কথা বলতে বলেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর নির্বাহী প্রকৌশলী মো. রশিদ আহমদের কাছে জানতে চাইলে তিনি জানান, উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার ছুঠিতে কিভাবে গেছেন তিনি জানেন না। এ বিষয়ে সাংবাদিকদের নিউজ না করতে তিনি অনুরোধ করেন।
কমলনগর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, তিনি যেহেতু ঢাকা থেকে এসেছেন যার কারনে নিরাপত্তার স্বার্থে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন জানান, উপজেলা প্রকৌশলী না জানিয়ে ছুটিতে গিয়ে আবার নিজ কর্মস্থলে এসেছেন। যার কারণে তাকে উপজেলা পরিষদের ডরমেটরীর একটি কক্ষে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরও পড়ুন

×