লক্ষ্মীপুরের কমলনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত

লক্ষ্মীপুরের কমলনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত

লক্ষ্মীপুরের কমলনগরে আজ ১৫ এপ্রিল (বুধবার ) বিকালে উপজেলা সদর হাজিরহাট পশ্চিম বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ  ভস্মীভূত হয়।

এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান। স্থানীয়রা জানান বিকেল তিনটার দিকে মাঈনুদ্দীনের ভ্যারাইটিজ স্টোর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে । খবর পেয়ে কমলনগর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে মাঈনুদ্দীনের ভ্যারাইটিজ স্টোর সহ মোহাম্মদ আলীর ও সাদেক হোসেন এর ভূষা মালের দোকান মালামালসহ পুড়ে যায় ।

কমলনগর ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ মোঃ নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন

×