প্রকাশিত: 16/04/2020
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে,কচ্ছপিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দৌছড়ী উত্তর কুলের একজাঁক তরুনদের নিয়ে গত ২৫ শে মার্চ ২০২০ ইং তারিখে "আব্দুল করিম ঐক্য ফাউন্ডেশন" স্হাপিত হয়।
আলহামদুলিল্লা হ!সচেতন ভাইদের ও সম্মানিত গুণীজনদের উৎসাহ এবং অনুপ্রেরণার ভিত্তিতে অন্যায়-অনিয়ম,অবিচার থেকে নিজে ফিরে এসে এবং অপরকে উৎসাহিত করে একটি আদর্শ , ভ্রাতৃত্বপূর্ণ, ইনসাফ ভিত্তিক জনসেবামূলক সমাজ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে "আব্দুল করিম ঐক্য ফাউন্ডেশন" সকলের নিকট দোয়া কামনা করেন,,
মহান আল্লাহ তা'আলা যেন এই সংগঠনটিকে যুগ যুগ ধরে টিকেয়ে রাখে এবং এই সংগঠনের সকল সদস্যদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হাসিলের তৌফিক দান করেন।
উক্ত সংগঠনটির মানব সেবামুলক ২৪ টি ও বেশি লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে,তার মধ্যে উল্ল্যেখ যোগ্য মানবিক সেবা হিসাবে রয়েছে *দরিদ্র বিমোচন*ভিক্ষুক ও দুর্স্তদের কল্যান*যৌতুক প্রথা এবং বাল্য বিবাহ প্রথা রোধ*সামাজিক শিক্ষা সহ সকল লক্ষ্য এবং উদেশ্য বাস্তবায়নের মাধ্যমে সভ্য জাতি গঠনে শপথ বদ্ধ হন এক জাঁক কঁচি তরুন।আজকের কঁচি তরুনেরা আগামির ডিজিটাল দেশ গড়ার গারিগর।