হরিণাকুন্ডুতে মাটিচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু

হরিণাকুন্ডুতে মাটিচাপা পড়ে এক শ্রমিকের  মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামে খননের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে শাকিল আহম্মেদ (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। শাকিল হোসেন ঝিনাইদহ সদর উপজেলার মাগুরা পাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, সকালে অন্যশ্রমিকদের সাথে গোবরাপাড়া গ্রামের মানোয়ার হোসেনের জমিতে খননের কাজ করছিল শাকিল আহম্মেদ।

এসময় উপর থেকে মাটি তার গায়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×