প্রকাশিত: 17/04/2020
লক্ষ্মীপুরের কমলনগরে নারী-শিশুসহ তিনজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। কমলনগরে এটাই প্রথম করোনা সংক্রমণের ঘটনা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্তদের একজন উপজেলার হাজিরহাট এলাকার (হাজিরহাটের পশ্চিমে চর ফলকন ৫নম্বর ওয়ার্ডের) বাসিন্দা। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি জ্বর-সর্দিতে ভুগছিলেন। আরেকজন চরলরেন্স এলাকার ১১ বছর বয়সী শিশু। তারও জ্বর-সর্দি রয়েছে। অপরজন চরমার্টিন মুন্সীরহাট এলাকার ২৭ বছর বয়সী এক নারী। তিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে কমলনগরে আসেন।
তিনি জানান, করোনা আক্রন্ত সন্দেহে ওই তিনজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে বৃহস্পতিবার রাতে বিআইটিআইডি জানায় তারা করোনায় আক্রান্ত।
তিনি আরও জানান, আক্রান্তদের স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরী প্রয়োজেনে ঢাকায় সরকারের রোগতত্ব, রোগনিয়ন্ত্রন ও গবেষনা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর সাথে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
এ ছাড়াও জেলার রামগঞ্জে ১৩ জন আক্রান্ত হয়েছেন বলে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার নিশ্চিত করেছেন। এদের মধ্যে ওই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং ৪ স্বাস্থ্যকর্মীও রয়েছেন। এর আগে গত (১২ এপ্রিল) ওই উপজেলায় আর এক জন করোনা পজেটিভ ধরা পড়ে। বর্তমানে ওই রোগী ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ জন ও কমলনগরে ৩জনসহ ১৭ আক্রান্ত হয়েছেন।