২০০ অসহায় মানুষের পাশে রাঙ্গুনিয়া ওয়াসা ৷

২০০ অসহায় মানুষের পাশে রাঙ্গুনিয়া ওয়াসা ৷

বিপর্যস্ত জনমানুষকে বাঁচার স্বপ্ন দেখাতে এগিয়ে এসেছে রাঙ্গুনিয়া ওয়াসা ৷অসহায় ২০০ পরিবারের মাঝে দিলেন ত্রান সহায়তা ৷মানবিক এই সহায়তায় সকলে করেছেন প্রশংসা ৷

শনিবার (১৮ এপ্রিল) সকালে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়। ওয়াসার রাঙ্গুনিয়াস্থ শেখ হাসিনা পানি শোধানাগার প্রকল্পের ম্যানাজার কুরিয়ান নাগরিক জু হিম কিম এই ত্রাণ সহায়তা প্রদান করেন।

পোমরা ইউনিয়ন পরিষদে এই ত্রাণ সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এসময় বেশ কিছু নারী-পুরুষের মাঝে তিনি ত্রাণের প্যাকেট তুলে দেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ওয়াসার পুলন গ্লোবাল কর্পোরেশনের রিলেশনশীপ কর্মকর্তা সাঈদ মাহমুদ রণি, ইউপি সদস্য আবু তাহের প্রমুখ।

পরে ভ্যানে করে এসব ত্রাণ সহায়তা ইউনিয়নের রোসাইপাড়া, শাপলেজা পাড়া, বুলবুলি পাড়া, খতিব পাড়া, ওস্তাদ পাড়া সহ আশেপাশের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।
 
প্রাথমিক পর্যায়ে প্রজেক্টে কর্মরত শ্রমিক-কর্মচারী সহ ইউনিয়নের গরীব-অসহায় শ্রমজীবীদের এই ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও বেশি ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে জানান ওয়াসার রাঙ্গুনিয়া প্রকল্পের ম্যানাজার জু হিম কিম।

আরও পড়ুন

×