মানবতার আর এক নাম চট্টগ্রাম জেলা সৎসঙ্গ ৷

মানবতার আর এক নাম চট্টগ্রাম জেলা সৎসঙ্গ ৷

বিশ্ব আজ বড়ই বিপর্যস্ত ৷প্রানঘাতি করোনা ভাইরাসের নির্মম গ্রাসে আজ জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ ৷গত ২৬ শে মার্চ থেকে বাংলাদেশ লক ডাউনে আছে ৷থেমে গেছে মানুষের দৈনন্দিন জীবিকার টানে ছুটে চলার পথ ৷কিন্তু ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় ৷পেট মানেনা কোন লকডাউন ৷

তাইতো বাংলার জনদরদী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন বিভিন্ন সামাজিক ,ধর্মীয় সংগঠন ৷

পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিষ্টিত সংগঠন ,পরমতীর্থ হিমাইতপুর ধাম থেকে নির্দেশনা দিয়েছেন বাংলার সকল শাখা সৎসঙ্গ যেন এই মুহুর্তে ক্ষুধার্ত মানুষ গুলোর পাশে দাড়িয়ে বাঁচার স্বপ্ন দেখায় ৷

তারই ধারাবাহিকতায় বৃহত্তর চট্টগ্রামের কেন্দ্র সৎসঙ্গ ,রহমতগঞ্জ দেওয়ানজীপুকুর পাড়ে অবস্থিত চট্টগ্রাম জেলা সৎসঙ্গের পক্ষ থেকে হত দরিদ্র পরিবারের মাঝে ২০ এপ্রিল সোমবার ত্রান সামগ্রী বিতরন করা হয় ৷

পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সবসময় মানুষকে আপন করতে চেয়েছেন এবং  করেছেন ও সবসময় তাঁর ৮১ বছরের জীবদর্শায় ৷শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন সবসময় কিভাবে মানুষকে বাঁচানো যায় সবদিক দিয়ে ৷তাঁর বানীকে অবিকৃতভাবে মানুষের মানুষের দৌঁড় গৌড়ায় পৌঁছে দেয়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্টিত ঋত্বিক সংঘ তথা ঋত্বিক ,অধ্বুর্য্য ,যাজক সস্ত্যয়নী ব্রতকর্মী বৃন্দ ৷আজ এই লকডাউনে প্রতিজন ইষ্টকর্মী গৃহবন্দী ৷ মানবতার পূজারী চট্টগ্রাম জেলা সৎসঙ্গের নির্বাহী পরিষদের সন্মানিত সভাপতি প্রতি ঋত্বিক প্রফেসর সুধীর রঞ্জন চৌধুরী ,কার্যকরী সভাপতি শ্রী সজীব সিংহ রুবেল ,সাধারন সম্পাদক লায়ন শ্রী শংকর সেন গুপ্ত ,যুগ্ন সম্পাদক শ্রী প্রিয়তোষ চৌধুরী ,সহ সম্পাদক শ্রী অমল দাশ ,সাংগঠনিক সম্পাদক শ্রী বিভু চক্রবর্তী মহোদয় সহ কার্যকরী পরিষদের সকল কর্মকর্তা বৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী ইষ্টকর্মীদের মাঝে প্রীতি অবদান পৌঁছে দিয়ে উজ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ৷

বৃহত্তর চট্টগ্রাম ঋত্বিক সংঘ কার্যকরী পরিষদের এই উদ্যেগের প্রতি সাধুবাদ জানিয়েছেন ৷

পরম প্রেমময়ের জয়জয়াকার হউক ,করোনার ভয়াল থাবা থেকে পৃথিবী রক্ষা হোক ,আবার ফিরে আসুক সেই স্বর্নালী দিনগুলো এই প্রার্থনা নিবেদন করেছেন শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গা চরণে চট্টগ্রাম জেলা সৎসঙ্গের কার্যকরী পরিষদ ৷

আরও পড়ুন

×