রামু উপজেলার নির্বাহী অফিসার প্রনয় চাকমার নেতৃত্বে নোয়াখালী থেকে আসা যুবকের বাড়ি লকডাউন

রামু উপজেলার নির্বাহী অফিসার প্রনয় চাকমার নেতৃত্বে নোয়াখালী থেকে আসা যুবকের বাড়ি লকডাউন

আজ রামু উপজেলার নির্বাহী অফিসার প্রনয় চাকমার নেতৃত্বে, রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি গাইন পাড়া এলাকায় নোয়াখালী থেকে আসা যুবকের বাড়ি সকালে লকডাউন করা দেওয়া হয়।
 
জোয়ারিয়ানালা ইউনিয়নের গাইন পাড়া গ্রামের মৃত ফকির আহমদের ছেলে মোহাম্মদ হাবিবুল্লাহ দীর্ঘদিন ধরে নোয়াখালী বস বাস করে আসছিল।গত কয়েকদিন আগে নোয়া খালী থেকে এসে স্বাস্থ্য বিধি না মেনে বেপরোয়াভাবে ঘোরাফেরা করে চলছিল,সরকারি বিধি নিষেধকে তোয়াক্কা না করে ইচ্ছামত ঘোরাফেরা করছিল।
 
অত্র এলাকার মানুষ অনেক ভাবে বোঝানোর পরেও কর্ণপাত না করায়,রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা কে বিষয়টি জানালে, সরেজমিনে তদন্ত করে,এলাকার গন্যমান ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের উপস্থিতিতে উক্ত বাড়িটি লাল পতাকা দিয়ে লকডাউন করে দেওয়া হয়।
 
সরকারি নির্দেশ মোতাবেক লকডাউনে থাকার কড়া নির্দেশ প্রদান করা হয়। অন্যতায় আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×