প্রকাশিত: 20/04/2020
অভিযোগ পাওয়া যায় যে, ছেলের নামে জমির কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও পিতা আব্দুর রহিম (৭৫) জোর করে এলাকায় প্রবাভশালী এক ব্যাক্তির কাছে তার বিক্রি করার জন্য উঠে পরে লেগেছে। ভুক্তভোগী মোঃ দানু মিয়া (40) জানান বাবার কাছ থেকে আমি এই জমি ক্রয় করে বসতবাড়ি তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি কিন্তু ইদানিং আমার বাবা ওনার দ্বিতীয় স্ত্রী আয়েশা বেগম, চাচা শাহাব মিয়াকে সাথে নিয়ে আমাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে মারামারি ও গালাগালি করে আমাকে জমি থেকে উচ্ছেদ করার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। শুধু তা নয় বাবা আব্দুর রহিম তার দ্বিতীয় স্ত্রীকে সাথে নিয়ে উল্টো মামলা করে ভুক্তভোগী ছেলে দানু মিয়া ও তার ছোট ভাই টুটুলকে হয়রানি করে আসছেন। উপায় না দেখে দানু মিয়া আজ কাগজপত্র নিয়ে এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাহবুব এর কাছে বিচার দিলে, চেয়ারম্যান আবদুল মাহবুব সাহেব কাগজপত্র দেখে বলেন যে এই জমি দানু মিয়ার নামে ঠিক আছে এবং তার বাবা আব্দুর রহিম, দানু মিয়া সাথে অন্যায় করছেন। পরে চেয়ারম্যান সাহেব দানু মিয়ার বাবা আব্দুর রহিম ও তা স্ত্রী কে ডাকলে তাহার কেউ আসেনি পরে চেয়ারম্যান সাহেব দানু মিয়াকে থানায় পাঠায় অভিযোগ করার জন্য। দানু মিয়া থানার তদন্ত অফিসার মোঃ মিল্টন সাহেব কে কাগজপত্র দেখালে, অফিসার বলেন এই কাগজ পত্র দানু মিয়ার নামেই ঠিক আছে এবং তার বাবা আব্দুর রহিম দানু মিয়ার উপর অন্যায় করছে। তাই দানু মিয়া তার বাবা আব্দুর রহিম ও তার দ্বিতীয় স্ত্রীর হাত থেকে বাঁচার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এবং অপরাধীকে আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করেন।