প্রকাশিত: 21/04/2020
প্রাণঘাতী করোনাভাইরাস এবার হানা দিল ভারতের রাজধানী দিল্লির খোদ রাষ্ট্রপতির ভবনেও। সেখানকার এক পরিচ্ছন্নতাকর্মীর দেহে করোনা শনাক্ত হয়েছে। এরপর প্রায় ১০০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা নির্দেশ দেয়া হয়েছে।
রাষ্ট্রপতি ভবনের একটি সূত্রের বরাতে বলা হয়েছে, চার দিন আগে ওই পরিচ্ছন্নতাকর্মীর দেহে সংক্রমণ ধরা শনাক্ত হয়েছে। সচিবপর্যায়ের কর্মকর্তাদের ও তাদের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আর কর্মীদের দিল্লির একটি কোয়ারেন্টাইন কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে।
এদিকে তড়িঘড়ি করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর পরিবারের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। ভারতে করোনার প্রকোপ প্রকাশ পাওয়া মাত্র রাইসিনা হিলস এ রাষ্ট্রপতি ভবনে স্বাস্থ্য সুরক্ষা বিধি কঠোরভাবে প্রবর্তিত হয়। তা সত্ত্বেও সেখানে করোনার এই অনুপ্রবেশ বিস্মিয়ের সৃষ্টি করেছে।
এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে করোনা সংক্রমের হার কমছে। আগে ৩.৪ দিনে সংখ্যাটি দ্বিগুন হতো, এখন তা হচ্ছে ৭.৫ দিনে। এই দাবি সত্ত্বেও সোমবার ভারতে করোনায় আক্তান্ত হয়েছেন ১২৬৭ জন।