কচ্ছপিয়া ও গর্জনিয়ায় সামাজিক দুরত্ব বজায় রাখতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

কচ্ছপিয়া ও গর্জনিয়ায় সামাজিক দুরত্ব বজায় রাখতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

কচ্ছপিয়া ও গর্জনিয়ায় সামাজিক দুরত্ব বজায় রাখতে কঠোর অবস্থানে পুঁলিশ, সাংবাদিক, আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
 
প্রতিনিয়ত করোনার সংক্রমন প্রতিরোধ ও সামাজিক দুরত্ব বজায় রাখতে রামু উপজেলার গর্জনিয়া এবং কচ্ছপিয়া ইউনিয়নে জনসাধারনকে ঘরমুখি করতে কঠোর অবস্থানে কাজ করে যাচ্ছেন একদল সুদক্ষ পুঁলিশ,সাংবাদিক,আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
 
গর্জনিয়া রামুর প্রাচীনতম গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমানের সার্বিক সহযোগিতায় এবং সরকারি নির্দেশ মোতাবেক প্রতিনিয়ত দুইটি ইউনিয়নে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পুঁলিশ, সাংবাদিক, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুইটি টিমে প্রতিটি গ্রামে মহল্লা গিয়ে সাধারণ মানুষকে ঘরে থাকার কথা বুঝাতে আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।
 
বিনা প্রয়োজন ছাড়া ইজিবাইক চলাচল বন্ধ ও মোটর সাইকেলে একজনের বেশি না নেয়ার এবং ঘর থেকে বাইরে অযথা ঘোরাঘুরি না করে বাড়ীতে থাকার নির্দেশ দেওয়া হয়।এছাড়াও ব্যক্তিগত গাড়ি চালক ও সড়কে চলাচলকারীদের উপযুক্ত কারণ ছাড়া শহরে প্রবেশ করতে নিষেধ করা হয়।
 
বর্তমান মাহামারির কঠিন মুহূর্তে, সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে,সরকারি নির্দেশ পালনের জন্য অনুরোধ করা হয়।অন্যতায় এলাকায় গোলযোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×